গণপ্রজাতন্ত্রী বাংলাদশ সরকার কর্তৃক ঘোষিত মুজিব জন্মশতবার্ষিকী এবং মুজিব-২০২০ যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে উদযাপন উপলক্ষ্যে ১৭ মার্চ ২০২০ তারিখে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক গৃহীত কর্মপরিকল্পনা এবং পেট্রোবাংলার দিক নির্দেশনা অনুযায়ী জিটিসিএল এর প্রধান কার্যালয়সহ সকল আঞ্চলিক কার্যালয় ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া, জিটিসিএল এর প্রধান কার্যালয় ভবনে ‘বঙ্গবন্ধু কর্ণার’-এ স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে সকাল ৯.৩০ ঘটিকায় পেট্রোবাংলা ও এর অধীনস্ত সকল কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জিটিসিএল এর কর্মকর্তা ও কর্মচারীগণের অংশগ্রহণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।