১৫ আগস্ট, ২০২০ রোজ শনিবার স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে জিটিসিএল কর্তৃক পালন করা হয়। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে কোম্পানির প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭:০০ টায় প্রধান কার্যালয়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও কোরআন খতম করা হয়। সকাল ৮:০০ টায় জিটিসিএল এর প্রধান কার্যালয়ে অবস্থিত “বঙ্গবন্ধু কর্ণার” এ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জিটিসিএল বোর্ডের সম্মানীত চেয়ারম্যান জনাব মোঃ আনিছুর রহমান মহোদয়ের নেতৃত্বে জ্বাখসবি এর প্রতিনিধিবৃন্দ, পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব এ বি এম ফাত্তাহ মহোদয়ের নেতৃত্বে পেট্রোবাংলার প্রতিনিধিবৃন্দ, বিপিসি’র চেয়ারম্যান জনাব মোঃ সামছুর রহমান মহোদয়ের নেতৃত্বে বিপিসি’র প্রতিনিধিবৃন্দ এবং পেট্রোবাংলার আওতাধীন ঢাকাস্থ কোম্পানিসমূহ (টিজিটিডিসিএল, বাপেক্স ও আরপিজিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মহোদয়গণের নেতৃত্বে স্ব স্ব প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ স্বাস্থ্য বিধি যথাযথভাবে পালন করে সীমিত পরিসরে অংশগ্রহণ করেন এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৯:০০ টায় ভার্চুয়াল পদ্ধতিতে উন্মুক্ত আলোচনা এবং বঙ্গবন্ধু সহ ১৫ আগষ্টের সকল শহীদদের মাগফেরাত এবং দেশের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যোহর নামাজের পর ঢাকা ও ঢাকার বাহিরে অবস্থিত কোম্পানির সকল স্থাপনায় বিদ্যমান মসজিদ/উপাসনালয়ে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।