Uncategorized @bn

/Uncategorized @bn

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)-এর ২৮তম বার্ষিক সাধারণ সভা গত ২৪ নভেম্বর, ২০২১ তারিখ রোজ বুধবার, সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় অনুষ্ঠিত হয়।

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)-এর ২৮তম বার্ষিক সাধারণ সভা গত ২৪ নভেম্বর, ২০২১ তারিখ রোজ বুধবার, সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় অনুষ্ঠিত হয়। মাননীয় সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জিটিসিএল পরিচালনা পর্ষদ জনাব মোঃ আনিছুর রহমান সভায় সভাপতিত্ব করেন এবং কোম্পানির শেয়ারহোল্ডার ও পরিচালক জনাব এ বি এম আবদুল ফাত্তাহ্‌ চেয়ারম্যান, পেট্রোবাংলাসহ অন্যান্য শেয়ারহোল্ডার ও কোম্পানির পরিচালকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

২০২০-২১ কর বছরে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ’জ্বালানি’ খাতে ২য় সর্বোচ্চ আয়কর প্রদানকারী নির্বাচিত হয়েছে।

“জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা ২০১০ (সংশোধিত)” অনুযায়ী ২০২০-২১ কর বছরে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ’জ্বালানি’ খাতে ২য় সর্বোচ্চ আয়কর প্রদানকারী নির্বাচিত হয়েছে।  ট্যাক্স কার্ড সম্মাননাপত্র ও সম্মাননা পুরস্কার প্রদান করেন জনাব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম, সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, প্রকৌ. রুখসানা নাজমা ইছহাক, কৃতিত্বের অবদান স্বরূপ ট্যাক্স কার্ড সম্মাননাপত্র ও সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের পুরস্কার গ্রহণ ।

২০২০-২১ অর্থ বছরে এপিএ বাস্তবায়ন, শুদ্ধাচার ও ইনোভেশন বাস্তয়নে বিভিন্ন দপ্তর ও সংস্থার মধ্যে পুরস্কার বিতরণ করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো: আনিছুর রহমান। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এ পুরস্কার গ্রহণ করেন।

জাতির পিতার ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস জিটিসিএল কর্তৃক যথাযথ মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে পালন।

আজ শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী। ১৯৭৫ সালে আজকের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙালি জাতির মহান নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের অন্যান্য সদস্য ও নিকটাত্মীয়দেরকে নির্মমভাবে হত্যা করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। ১৯৭১ সালের ৭মার্চের ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বজ্রকন্ঠে ঘোষণা করেছিলেন “ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” । জাতির পিতার ঐদিনের ভাষণ ১৯৭১ সালে মুক্তিকামী বাঙ্গালী জাতিকেই শুধু অনুপ্রাণিত করেনি [...]

বার্ষিক ক্রীড়া (ইনডোর গেমস) প্রতিযোগিতা-২০২১

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)- এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২১ গত ১৬-১৭ জুন এবং ২৩-২৪ জুন ২০২১ তারিখ জিটিসিএল প্রধান কার্যালয় ভবন, আগারগাও, ঢাকায় অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মহোদয় এবং সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব প্রকৌশলী রুখসানা নাজমা ইছহাক এবং মহাব্যবস্থাপকগণ বিজয়ীদের মাঝে গত ২৯ জুন ২০২১ তারিখে পুরস্কার বিতরণ করেন।

মহান ‘স্বাধীনতা ও জাতীয় দিবস’ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযথ মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) কর্তৃক উদযাপন

২৬ মার্চ ২০২১, রোজ শুক্রবার মহান ‘স্বাধীনতা ও জাতীয় দিবস’ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযথ মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) কর্তৃক উদযাপন করা হয়। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে প্রধান কার্যালয় এবং কোম্পানির আঞ্চলিক কার্যালয়সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রশাসনিক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জিটিসিএল প্রধান কার্যালয় ভবনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে সকাল ৮.৩০ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ’স্বাধীনতা ও জাতীয় দিবস’-এর শুভ উদ্বোধন করা হয়। মাননীয় সিনিয়র সচিব মহোদয়ের নেতৃত্বে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিপিসি’র চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে বিপিসি’র প্রতিনিধিবৃন্দ, পেট্রোবাংলার চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে পেট্রোবাংলার প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ ভূতাত্তিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে জিএসবি’র প্রতিনিধিবৃন্দ, [...]

জিটিসিএল এর কেন্দ্রীয় গ্রন্থাগার-এ স্থাপিত “ বঙ্গবন্ধু কর্নার”-এর শুভ উদ্বোধন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর মাননীয় সিনিয়র সচিব মহোদয় কর্তৃক জিটিসিএল এর কেন্দ্রীয় গ্রন্থাগার-এ স্থাপিত “ বঙ্গবন্ধু কর্নার”-এর শুভ উদ্বোধন করা হয়।

১৭ মার্চ ২০২১ তারিখে গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) কর্তৃক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী” পালন।

১৭ মার্চ ২০২১, রোজ বুধবার স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী” যথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) কর্তৃক উদযাপন করা হয়। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে প্রধান কার্যালয় এবং কোম্পানির আঞ্চলিক কার্যালয় সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬:১৫ মিনিট হতে সকাল ৭:১৫ মিনিট পর্যন্ত প্রধান কার্যালয়ে পবিত্র কোর’আন থেকে তেলাওয়াত করা হয়। সকাল ৭.৩৫ মিনিটে মুজিব শতবর্ষের থিম সং‘‘ তুমি বাংলার ধ্রæবতারা, তুমি হ্রদয়ের বাতিঘর”-এর মধ্য দিয়ে ‘‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী” অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। [...]

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা-২০২০

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা গত ২১-১২-২০২০ তারিখ রোজ সোমবার, বিকাল ৪:০০ ঘটিকায় বৈশ্বিক কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুসরণকরতঃ ভার্চুয়াল সিস্টেমে অনুষ্ঠিত হয়। মাননীয় সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান জিটিসিএল পরিচালনা পর্ষদ সভায় সভাপতিত্ব করেন এবং কোম্পানির শেয়ারহোল্ডার ও পরিচালকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। উক্ত বার্ষিক সাধারণ সভায় কোম্পানির ২০১৯-২০২০ অর্থবছরের নিরীক্ষিত হিসাব ও ব্যবস্থাপনা প্রতিবেদন অনুমোদিত হয়। কোম্পানি ২০১৯-২০২০ অর্থবছরে মোট ২৫,২৭৬.৫৩ মিলিয়ন ঘনমিটার গ্যাস ও ২৩৩.৬৮ মিলিয়ন লিটার কনডেনসেট পরিবহন করে মোট ১০৯৩.৮৩ কোটি টাকা রাজস্ব আয় করেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানি কর পূর্ব নীট মুনাফা ৩০৪.৫৭ কোটি টাকা ও কর পরবর্তী [...]

জাতীয় শোক দিবস, ১৫ই আগস্ট ২০২০ পালন

১৫ আগস্ট, ২০২০ রোজ শনিবার স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে জিটিসিএল কর্তৃক পালন করা হয়। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে কোম্পানির প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭:০০ টায় প্রধান কার্যালয়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও কোরআন খতম করা হয়। সকাল ৮:০০ টায় জিটিসিএল এর প্রধান কার্যালয়ে অবস্থিত “বঙ্গবন্ধু কর্ণার” এ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জিটিসিএল বোর্ডের সম্মানীত চেয়ারম্যান জনাব মোঃ আনিছুর রহমান মহোদয়ের নেতৃত্বে জ্বাখসবি এর প্রতিনিধিবৃন্দ, পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব [...]