জিটিসিএল-এর কাজের গতিশীলতা, কার্যপধতি, কর্মপরিবেশ ও সেবার মান উন্নয়নের জন্য নিম্নোক্ত ক্ষুদ্র উন্নয়ন প্রকল্পসমূহ ২০১৮-২০১৯ অর্থ-বছরে বাস্তবায়নের জন্য কমিটি সুপারিশ করছেঃ
- কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য পৃথক ক্যান্টিন সুবিধা চালু করা।
- আঞ্চলিক অফিসের সাথে প্রতি মাসে ২/৩ বার ভিডিও কনফারেন্সিং এর ব্যবস্থা করা।
- ফ্লোর নির্দেশিকা (দপ্তর/ডিপার্টমেন্ট/ডিভিশন/প্রকল্প)।
- ক্লিনারদের জন্য নামসম্বলিত নির্দিষ্ট পোশাক পরিধান।
- জিটিসিএল প্রধান কার্যালয়-এর লেভেল ৪ এ বাগান কর্মসূচী।