Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মার্চ ২০২৩

ঐতিহাসিক ৭ই মার্চ


প্রকাশন তারিখ : 2023-03-07

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) কর্তৃক ঐতিহাসিক ৭ মার্চ, ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে কোম্পানির প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. রুখসানা নাজমা ইছহাক এর নেতৃত্বে মহাব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জিটিসিএল অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ এবং কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিগণ সকাল ১০.৩০ ঘটিকায় স্বাস্থ্য বিধি মেনে জিটিসিএিল প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমান এঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে বিকাল ২.৩০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা নিবেদিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমান এঁর “অসমাপ্ত আত্মজীবনী” অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “চিরঞ্জীব মুজিব” জিটিসিএল অডিটোরিয়ামে প্রদর্শন করা হয়। কোম্পানির প্রধান কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী উক্ত চলচিত্র উপভোগ করেন।