Wellcome to National Portal
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ সেপ্টেম্বর ২০২২

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. রুখসানা নাজমা ইছহাক মহোদয়ের সভাপতিত্বে “বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় ইপিসি/টার্নকি ভিত্তিতে “ZICOM EQUIPMENT PTE LTD, Singapore”-এর সাথে জিটিসিএল-এর চুক্তি স্বাক্ষরিত হয়।


প্রকাশন তারিখ : 2022-09-19

গত ০৬-০৯-২০২২ তারিখে জিটিসিএল প্রধান কার্যালয়স্থ সম্মেলন কক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. রুখসানা নাজমা ইছহাক মহোদয়ের সভাপতিত্বে “বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় ইপিসি/টার্নকি ভিত্তিতে সৈয়দপুরে দৈনিক ১০০ মিলিয়ন ঘনফুট ক্ষমতা সম্পন্ন ০১ (এক) টি সিজিএস, রংপুরে দৈনিক ৫০ মিলিয়ন ঘনফুট ক্ষমতা সম্পন্ন ০১ (এক) টি টিবিএস এবং পীরগঞ্জে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট ক্ষমতা সম্পন্ন ০১ (এক) টি টিবিএস স্থাপনের নিমিত্ত “ZICOM EQUIPMENT PTE LTD, Singapore”-এর সাথে জিটিসিএল-এর চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জিটিসিএল-এর মহাব্যবস্থাপক/পরিচালক এবং প্রকল্প পরিচালকসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 


Share with :

Facebook Facebook